শীতকালে রুম হিটার বিস্ফোরণ হওয়ার ৫ কারণ

১ সপ্তাহে আগে
শীতকালে রুম হিটার ব্যবহার আরামদায়ক হলেও সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। রুম হিটার বিস্ফোরণ বা ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে সাধারণত এই ৫টি কারণ দায়ী—

১. গ্যাস লিকেজ বা ত্রুটিপূর্ণ সংযোগ: গ্যাসচালিত হিটারে পাইপ, রেগুলেটর বা সংযোগস্থলে লিক থাকলে অল্প স্পার্কেই বিস্ফোরণ ঘটতে পারে।


২. অতিরিক্ত গরম হয়ে যাওয়া: দীর্ঘ সময় একটানা চালালে বা বাতাস চলাচল বাধাগ্রস্ত হলে হিটার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে।


৩. নিম্নমানের বা নকল হিটার ব্যবহার: মান নিয়ন্ত্রণহীন সস্তা হিটার, নকল তার বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করলে শর্ট সার্কিট ও বিস্ফোরণের আশঙ্কা বেশি থাকে।

 

আরও পড়ুন: শীতকালে গিজার বিস্ফোরণের ৫ কারণ


৪. বিদ্যুৎ লাইনের অতিরিক্ত চাপ: একই লাইনে একাধিক শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র (হিটার, গিজার, রাইস কুকার) চালালে তার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।


৫. বদ্ধ ঘরে ব্যবহারে গ্যাস জমে যাওয়া: বাতাস চলাচলহীন ঘরে গ্যাস বা অক্সিজেন ঘাটতি তৈরি হলে কার্বন মনোক্সাইড জমে বিস্ফোরণ ও শ্বাসরোধের ঝুঁকি বাড়ে।

 

আরও পড়ুন: শীতকালে এড়িয়ে চলবেন এই ৩ কাজ


সতর্কতা-

হিটার ব্যবহারের আগে নিয়মিত পরীক্ষা, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা এবং নির্ধারিত সময় পর পর বন্ধ রাখা অত্যন্ত জরুরি।

]]>
সম্পূর্ণ পড়ুন