১. গ্যাস লিকেজ বা ত্রুটিপূর্ণ সংযোগ: গ্যাসচালিত হিটারে পাইপ, রেগুলেটর বা সংযোগস্থলে লিক থাকলে অল্প স্পার্কেই বিস্ফোরণ ঘটতে পারে।
২. অতিরিক্ত গরম হয়ে যাওয়া: দীর্ঘ সময় একটানা চালালে বা বাতাস চলাচল বাধাগ্রস্ত হলে হিটার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে।
৩. নিম্নমানের বা নকল হিটার ব্যবহার: মান নিয়ন্ত্রণহীন সস্তা হিটার, নকল তার বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করলে শর্ট সার্কিট ও বিস্ফোরণের আশঙ্কা বেশি থাকে।
আরও পড়ুন: শীতকালে গিজার বিস্ফোরণের ৫ কারণ
৪. বিদ্যুৎ লাইনের অতিরিক্ত চাপ: একই লাইনে একাধিক শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র (হিটার, গিজার, রাইস কুকার) চালালে তার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।
৫. বদ্ধ ঘরে ব্যবহারে গ্যাস জমে যাওয়া: বাতাস চলাচলহীন ঘরে গ্যাস বা অক্সিজেন ঘাটতি তৈরি হলে কার্বন মনোক্সাইড জমে বিস্ফোরণ ও শ্বাসরোধের ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন: শীতকালে এড়িয়ে চলবেন এই ৩ কাজ
সতর্কতা-
হিটার ব্যবহারের আগে নিয়মিত পরীক্ষা, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা এবং নির্ধারিত সময় পর পর বন্ধ রাখা অত্যন্ত জরুরি।
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·