জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহ দপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।
ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।
আরও পড়ুন: রাজশাহীতে ছাত্রদলের মহানগর ও তিন থানার কমিটি বিলুপ্ত
এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।
ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেয়ার পরিকল্পনা ছাত্রদলের আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নাসির।