শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী মারা গেছেন

২ সপ্তাহ আগে
বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খান তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


ঢাবি উপাচার্য এক শোকবার্তায় বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যে জাহানারা আবেদিনের অসাধারণ অবদান রয়েছে।
 

আরও পড়ুন: অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন


ড. নিয়াজ আহমেদ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। ১৯৭৬ সালে মারা যান জয়নুল আবেদিন। সেই থেকে শিল্পাচার্যের স্মৃতিবিজড়িত বাড়িতেই ছিলেন হাজানারা আবেদিন।

]]>
সম্পূর্ণ পড়ুন