বুধবার (২৩ এপ্রিল) ম্যাচ শুরু হবে রাত দেড়টায়।
চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের হাতছাড়া হয়েছে ইউসিএল শিরোপা। হাত ফসকে যেতে পারে লা লিগা শিরোপাও। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে কোনোভাবেই পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না রিয়াল মাদ্রিদ। তবে, স্বপ্নটা যে একেবারেই ক্ষীণ তা বলা যাবে না। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যেতে চায় লস ব্ল্যাঙ্কোস।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাজেভাবে বিদায়ের পর একটা অস্বস্তি বিরাজ করছে দলে। আর্সেনালের বিপক্ষে এমন হারের পর কোচ কার্লো আনচেলত্তির চাকরি হারানোর শঙ্কা হয়েছে জোরালো। সঙ্গে আছে লা লিগায় বার্সার কাছে শিরোপা হারানোর শঙ্কাও। তাই স্বস্তিতে থাকার উপায় নেই রিয়ালের। লা লিগায় তাই নিজেদের পরের ম্যাচে মাঠে নেমে একটা জয় তুলে নিয়ে আবারো কক্ষপথে ফিরতে চায় লস ব্ল্যাঙ্কোস। সব প্রতিযোগিতা মিলে নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হার সঙ্গী করেছে আনচেলত্তির দল। লিগে নিজেদের শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছেও পয়েন্ট খুঁইয়েছে দলটা। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার সঙ্গে দলটার পয়েন্ট ব্যবধান ৭। তবে, নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারবে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: ৪০ শট নিয়ে এক গোল করল বার্সেলোনা
এবার তাদের প্রতিপক্ষ নামে দামে পিছিয়ে থাকা গেতাফে। প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী হওয়ায় জয় পেতে মরিয়া দলটা। গেতাফের বিপক্ষে এ ম্যাচে রিয়ালের জন্য টনিক হিসেবে কাজ করবে পরিসংখ্যান। কেননা দু'দলের মুখোমুখি ৩৯ দেখায় ২৯ জয় নিয়ে এগিয়ে রিয়াল। তবে, এ ম্যাচের আগে দলের সবচেয়ে বড় চিন্তার কারণ এমবাপ্পের অ্যাঙ্কেল ইনজুরি। চোটের কারণে এ ম্যাচে তাকে পাচ্ছে না কোচ। ইনজুরির কারণে ছিটকে গেছেন কারভাহাল, মিলিতাওরাও। জয় পেতে তাই শক্ত রক্ষণ সাজানোর পরিকল্পনা কোচ আনচেলত্তির। সম্ভাব্য ৪-৩-২-১ ফররেমশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা তার। যদিও, ঘরের মাঠের সুবিধা কাযে লাগিয়ে এ ম্যাচ জিততে চাইবে গেতাফেও।
এদিকে, কোপা ইতালিয়ার সেমিফাইনালে উত্তাপ ছড়াবে মিলান ডার্বি। প্রথম লেগে দু'দল ১-১ সমতায় থাকলেও দ্বিতীয় লেগে জিততে মরিয়া দু'দলই। সিরিয়ার টেবিল টপার ইন্টারের লক্ষ্য ফাইনালের টিকিট নিশ্চিত করা। সাম্প্রতিক ছন্দ কিংবা পরিসংখ্যান বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে সিমোন ইনজাঘির দল। উত্তাপ ছড়ানো এই ডার্বির আগে যদিও আধিপত্যের জানান দিতে দু'দলই চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে।
আরও পড়ুন: ২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিউস!
]]>