শিবির সভাপতিকে হত্যার ঘটনায় পুলিশের ১৩ জনের বিরুদ্ধে মামলা

২ সপ্তাহ আগে
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী (২৫)-কে তার বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় কুমিল্লা জেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন মামলাটি দায়ের করেন।

 

এ ঘটনায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে। 

 

মামলায় ওই সময়ের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকেও অভিযুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুন: আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে

 

বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, এই হত্যাকাণ্ডটি ছিল বিচার বহির্ভূত এবং আইনের পরিপন্থী। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে মামলাটি গ্রহণ করার পর আগামী বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করা হয়েছে।

 

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শাহাব উদ্দিন পাটোয়ারীকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি, ভোরে কুমিল্লার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয় এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে মামলাটি গ্রহণের পর আদালত আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন