এর আগে দুপুরে শিবির নেতা তুহিন হত্যা মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তাদেরকে পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়।
গ্রেফতার আওয়ামী লীগ নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী একটি হত্যা মামলার আসামি। তারা বুধবার চাঁপাইনবাবগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ২৮ জুলাই আবেদনের শুনানি দিন ধার্য করেন। এরপরই আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে মালখানা লুটপাটের মামলায় গ্রেফতার করা হয়েছে।
আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ২০১৫ সালে সংঘঠিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী। বুধবার দুপুরে তারা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত আগামী ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
আরও পড়ুন: খুলনায় অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গনে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় আদালতের বারান্দায় বিভিন্ন স্লোগান দেয়া হয়। আদালত থেকে বের হওয়ার সময় শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে।
]]>