শিবচরে নিজঘরে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

৩ সপ্তাহ আগে
মাদারীপুরের শিবচরে সকাল আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) রাত ৮টার দিকে নিজঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সকাল শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন আলেপুর গ্রামের মিলন মোল্লার মেয়ে ও উপজেলার নুরুল আমিন বিশ্ববিদ্যালয়ের কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।


জানা যায়, সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে দেয় সকাল আক্তার। পরিবারের লোকজন ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে স্বজনরা। গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানকার চিকিৎসক সকালকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: খুলনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত রতন শেখ জানান, এক কলেজছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের লোকজন মেয়েটিকে আবার ফরিদপুর নিয়ে গেছে। পুলিশ হাসপাতালে গিয়ে কাউকেই পায়নি। স্বজনদের ধারনা, মেয়েটি এখনও জীবিত আছে, এজন্য তারা ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। কলেজছাত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধানের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এছাড়া এ ব্যাপারে নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

]]>
সম্পূর্ণ পড়ুন