রোববার (২১ জুলাই) বিকেলে হাজী শরিয়ত উল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর কাকৈর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী শরিয়ত উল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের সভাপতি পীরজাদা হাফেজ মাওলানা হানজালা।
জানা যায়, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট ও নদে ভাঙন সৃষ্টি হয়েছে। হুমকির মুখে এলাকার হাজারো বসতবাড়ি, কৃষি জমি ও অবকাঠামো। এই অবৈধ আয়ের অর্থ দিয়ে মাদক ও জুয়া খেলার লিপ্ত হচ্ছে যুব সমাজ। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় স্থানীয়দের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সভাস্থল থেকে আড়িয়াল খাঁ নদের পাড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
আরও পড়ুন: রাজশাহীতে অবৈধভাবে বালু উত্তোলনে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
এ সময় আরও বক্তব্য দেন হাজী শরিয়ত উল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মুফতি আলী হোসেন, মুফতি ওসমান গনি, শিরুয়াইল ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মো. নুরুল্লাহসহ স্থানীয়রা।