শিগগিরই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি, আশা ট্রাম্পের

১ সপ্তাহে আগে
খুব শিগগিরই আব্রাহাম চুক্তির সম্প্রসারণ হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি চান সৌদি আরব এই চুক্তিতে যোগ দিক-যার মাধ্যমে আরও কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি সৌদি আরব এতে (আব্রাহাম চুক্তি) যোগ দেবে এবং অন্যরাও যোগ দেবে। আমার মনে মনে হয়, সৌদি আরব এই চুক্তিতে যোগ দিলে, আরও অনেকে এতে যোগ দেবে।’

 

ট্রাম্প জানান, বুধবার পর্যন্তও তিনি এমন কয়েকটি দেশের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ করেছেন, যারা আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। ‘আমি মনে করি, তারা সবাই খুব শিগগিরই এতে যোগ দেবে’।

 

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আব্রাহাম চুক্তিতে সই করে। পরে মরক্কো ও সুদানও এই চুক্তিতে যোগ দেয়।

 

আরও পড়ুন: গাজায় ঢুকে হামাসকে ‘হত্যার’ হুমকি ট্রাম্পের

 

গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে গত সোমবার (১৩ অক্টোবর) মিশরে মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা যুদ্ধের অবসানকে বৃহত্তর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে উপস্থাপন করেন তিনি।

 

মিশরে ট্রাম্প বলেন, ‘আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এমনকি তিনি মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির কথাও উল্লেখ করেন। ইসরাইলের সংসদে তিনি বলেন, ইরানও শান্তি চায়-এটা কি ভালো হবে না?’

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি

 

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরকালে এটি সই হতে পারে।

 

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সাবেক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের সময় একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।


মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি। তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন