বুধবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা মাহফুজ বলেন, শিক্ষার্থীদের অনেক ধরনের দাবিদাওয়া আছে। তবে কোনো ধরনের উসকানি বা নেতিবাচক কিছুতে প্রভাবিত না হয়ে আপনারা সরকারর সঙ্গে আলোচনায় আসুন। সরকারের দরজা আলোচনার জন্য উন্মুক্ত।
এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনভোগান্তির সৃষ্টি করে রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি কতটা যৌক্তিক সেটা ভেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিচারের বিধান রয়েছে: আইন উপদেষ্টা
এছাড়া যেসব কারখানার অর্ডার নেই, চালানোর মতো সক্ষমতা নেই সেসব কারখানার বিষয়ে মূল্যায়ন করে সরকার সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলেও জানান তিনি। তবে এক্ষেত্রে শ্রমিকদের যথাযথ বেতন ও ভাতা পরিশোধ করা হবে বলে জানান আসিফ মাহমুদ।
]]>