এর আগে সোমবার (১৪ এপ্রিল) টঙ্গীবাড়ি থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে উপজেলার আউটশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ি পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) ওই শিক্ষার্থী উপজেলার আউটশাহী গ্রামের রাধানাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শামীম দেওয়ান শিক্ষার্থীকে জোর করে আউটশাহী ইউনিয়নের ভাসানী বাড়ির ভাঙা বিল্ডিংয়ের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শামীম দেওয়ান পালিয়ে যায়।
আরও পড়ুন: নরসিংদীতে সপ্তম শ্রেণির প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ, যুবক আটক
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
]]>