শিক্ষার্থী মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ঢাকার একটি হাসপাতালে কলেজ শিক্ষার্থীদের তাণ্ডব

১ সপ্তাহে আগে
ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) এই ঘটনায় ঢাকার বকশীবাজার এলাকা একরকম স্থবির হয়ে পড়েছিল। কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে রবিবার দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে কলেজটির শিক্ষার্থীসহ বহিরাগতরা লাঠিসোটা নিয়ে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে। সরকারি সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন ছাত্র বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধা দিতে গেলে তারা সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ও কলেজ প্রাঙ্গণে একটি প্রাইভেটকারে ভাঙচুর চালায়। তারা কবি নজরুল ইসলাম কলেজও ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেনা সদস্যদের গেটের ভেতরে থাকা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। বিক্ষোভের কারণে বকশীবাজার-সংলগ্ন এলাকায় যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকজন সাংবাদিকের ফোন কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এর আগে ২০ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ জানাতে এসে বুধবার হামলার শিকার হয়েছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে সদ্য পাস করা শিক্ষার্থী অভিজিৎ হালদার গেল সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
সম্পূর্ণ পড়ুন