শিক্ষা উপদেষ্টার ফোনে ক্ষুব্ধ কুয়েটে অনশনরত শিক্ষার্থীরা

২ সপ্তাহ আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের একমাত্র হলের তালা ভেঙে ঢুকেছেন ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রোকেয়া হলের তালা ভেঙে ফেলেন তারা।

এদিকে বিকেলে ফোন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার। এ সময় তিনি ঘটনা তদন্তে বুধবার (২৩ এপ্রিল) কুয়েটে একটি প্রতিনিধিদল পাঠানোর কথা জানান। তবে উপদেষ্টার একথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনশনরত শিক্ষার্থীরা। 


তারা বলছেন আলোচনার সময় আগেই পেরিয়ে গেছে। এখন দাবি আদায় হতে হবে। ক্ষোভ প্রকাশ করে তার আরও বলেন, ‘সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। তবু শিক্ষা উপদেষ্টা বললেন, আগামীকাল(বুধবার) প্রতিনিধিরা আসবেন, কথা বলবেন। এসব আমরা শুনতে চাই না।’

আরও পড়ুন: অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন কুয়েট শিক্ষার্থীরা

এর আগে ১৫ এপ্রিল ছেলেদের ছয়টি হলের তালা ভাঙেন আন্দোলনকারীরা। তারা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আমরণ অনশন শুরু করেন।


শিক্ষার্থীরা জানান,  গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি করলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। ২ রাত তারা খোলা আকাশের নিচে থাকার পর ১৫ এপ্রিল তালা ভেঙে হলে ঢোকেন। কিন্তু হলে খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কেউ তাদের দাবি পূরণের উদ্যোগ নেয়নি।  তাই তারা আমরণ অনশন কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন। 


এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার দুই দফায় শিক্ষার্থীদের অনশন থেকে ফেরাতে আলোচনা করতে এলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখারও কথা জানান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন