শিকারিদের ধাওয়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

১ সপ্তাহে আগে
সুন্দরবনের চোরা শিকারিদের ধাওয়া খেয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয় জনতা। পরে সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হলে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর হরিণটিকে আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন দীনবন্ধু নামের এক ব্যক্তি।


উদ্ধারকারী দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে সুন্দরবনের ভেতরে নৌকায় কয়েকজন লোক ঘোরাঘুরি করছিল। পরে আমরা কয়েকজন হরিণটিকে দেখতে পাই। তখন হরিণটি দৌড়ে রাস্তা পার হয়ে সন্তোষ মন্ডলের বাড়ির পুকুরে পড়ে যায়। তখন আমরা সেটিকে উদ্ধার করে বনবিভাগে খবর দিই।


তবে হরিণের পেছনে থাকা লোকজন, যারা সম্ভবত চোরা শিকারি ছিলেন, ঘটনাস্থলে ভিড় জমতেই সরে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


আরও পড়ুন: বাগেরহাটে ৩০০ ফাঁদসহ হরিণ শিকারি আটক


এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ স্টেশনের ওসি নির্মল কুমার মন্ডল বলেন, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদের খবর দেয়। আমরা হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করি। হরিণটি সুস্থ থাকায় সেটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।


তিনি আরও জানান, হরিণটি লোকালয়ে চলে আসার পেছনে চোরা শিকারিদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন