ট্রাম্প আবারও ভারতের সাথে তার দেশের ‘একতরফা সম্পর্ক’ এবং রাশিয়ান তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য দেশটির ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপের কথা উল্লেখ করেছেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য তার মতো বোঝে, এমন লোক খুব কমই আছে।
আরও পড়ুন: গল্প করতে করতে হেঁটে গেলেন মোদি-পুতিন, শেহবাজকে ‘উপেক্ষা’! (ভিডিও)
তিনি বলেন, ‘... তারা (ভারত) আমাদের সাথে প্রচুর পরিমাণে ব্যবসা করে... তারা আমাদের দেশে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। কিন্তু আমরা খুব কমই বিক্রি করি (ভারতে)। এখন পর্যন্ত, এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক।’
ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ হিসেবে উল্লেখ করে সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘ভারত তার বেশিরভাগ তেল এবং সামরিক পণ্য রাশিয়া থেকে কেনে... যুক্তরাষ্ট্র থেকে খুব কম কেনে। তারা এখন তাদের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে... কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাদের এটা বহু বছর আগেই করা উচিত ছিল।’
আরও পড়ুন: সাংহাই সহযোগিতা সম্মেলন /নতুন বিশ্বব্যবস্থার কথা বললেন শি ও পুতিন
সূত্র: এনডিটিভি
]]>