আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কুণ্ডলী বিমানবন্দরের আকাশ ছেয়ে ফেলায় নিরাপত্তা সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর ফলে ঢাকা অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।
এর মধ্যে হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি বিমান অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটতে থাকে। অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে পাঠানো হয় ভারতের কলকাতা বন্দরে। এ ছাড়া ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটকে নামানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
 
আরও পড়ুন: শাহজালালে আগুন: সরিয়ে নেয়া হচ্ছে বিমানগুলো
আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পরও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইটও আটকা পড়ে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট যাত্রীবাহী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়।

 ১ সপ্তাহে আগে
                        ৩
                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·