শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা মামলায় ২ জন গ্রেফতার

৩ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ব্রিজ ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পৌরসভার দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার মৃত হেলাল আকন্দের ছেলে সারদুল আকন্দ রত্ন (১৯) ও রুপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪৩)।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান বলেন, ‘তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন:  রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে ঈদের ছুটির সময় ৮ জুন এক দর্শনার্থীর সঙ্গে কাছারিবাড়ি নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও  হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে  ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে কাছরি বাড়ির গেট ভেঙে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।


পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং কাস্টডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন