শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

২২ ঘন্টা আগে
যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল এবং একই গ্রামের বিল্লাল হেসেনের ছেলে জাহিদ।


প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রাইভেটকারটি ফুটপাত থেকে সড়কে উঠছিল আর বেনাপোল থেকে দ্রুতগতিতে  মোটরসাইকেল আরোহীরা নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত


নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে  মোটরসাইকেল জব্দ করা গেলেও প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে বেনাপোলের দিকে পালিয়ে যায়।


শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জিবন মালাকার জানান, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তারা হাসপাতালে আসার আগেই মারা যান বলে ধারণা করা যাচ্ছে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনের ছাদে টিকটক, ছিটকে পড়ে ২ যুবক নিহত

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, বাইকের অতিগতির কারণে সড়ক দুর্ঘটনায় তারা মারা গেছেন। সড়ক দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু তারা নিয়ম মানছে না। এক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন