সাধারণ সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সশরীরে এবং অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন।
যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তার বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য মুক্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
আরও পড়ুন: শাবির নৃবিজ্ঞান বিভাগ অ্যালামনাইদের প্রথম নির্বাচিত কমিটি
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভায় শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, দেশ এবং দেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের মতো পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে, যা অন্য বিভাগগুলো অনুসরণ করবে।
পরে তিনি অ্যাসোসিয়েশনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. তাজ উদ্দিন অতিথিসহ উপস্থিত সবাইকে তাদের উপস্থিতি ও মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানান।
]]>

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·