শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’

৪ ঘন্টা আগে
সাধারণ সম্পাদক নুর হাসনাতের সঞ্চালনায় বন্ধু জোনাকি আক্তার বইটির কাহিনি ও মূল বার্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন, কোনো এক রাতের অন্ধকারে মশরুরের সঙ্গে ক্রীতদাস পল্লি অতিক্রম করার সময় খলিফা হারুনর রশীদ ‘তাতারী ও মেহেরজান’ গোলাম দম্পতির প্রাণখোলা হাসি শুনতে পান, যাঁদের তাঁর স্ত্রী জুবায়দা বিয়ে দেন গোপনে।
সম্পূর্ণ পড়ুন