শাবিতে শর্তসাপেক্ষে ফের ছাত্ররাজনীতি চালু

১ সপ্তাহে আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এখন থেকে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতি করতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত ৬ নভেম্বর ২০২৪ ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা জারিকৃত প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক সব রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে করা যাবে।


আরও পড়ুন: রিমান্ডে শাবিপ্রবির দুই শিক্ষার্থী


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে সব একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে আগের ন্যায় মিটিং ও মিছিল নিষিদ্ধ থাকবে।


এ ছাড়া শাকসু নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন