শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ: সাইফুল হক

১ সপ্তাহে আগে
যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ারসেল ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক । আর যৌক্তিক দাবিগুলোর দিকে সরকারের ইতিবাচক নরজ দেয়ার আহ্বান নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নার।

রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগ প্রত্যাশী চিকিৎসক ফোরামের আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

 

সাইফুল হক বলেন, জনতা তার ন্যায্য দাবিতে রাজপথে নামবেই। কিন্তু তা দমনে পুলিশ লেলিয়ে দিয়ে অত্যাচার জালিমের পরিচয় খুবই ভয়ঙ্কর। এভাবে চলতে থাকলে মেনে নেয়া হবে না। 

 

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া

 

মাহমুদুর রহমান মান্না বলেন, 

দেশের প্রান্তিকপর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিসিএস নির্দিষ্টদের বাইরেও লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ চিকিৎসকদের নিয়োগ দেয়ার দাবির পক্ষে সংহতি প্রকাশ করি।

 

এদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে শিক্ষক–কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশ লাঠিপেটা করেছে। সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়েছে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজনকে প্রিজন ভ্যানে নিয়ে গেছে পুলিশ।

 

এছাড়াও রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে এনটিআরসিএ-র ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করা সুপারিশ থেকে বাদ পড়াপ্রার্থীরা। দ্রুত প্রজ্ঞাপন দিয়ে নিয়োগ নিশ্চত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে জাদুঘর থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন আন্দোলকারীরা। তবে কিছু দূর এগিয়ে যেতেই পুলিশের বাধার মুখে ব্যারিকেটের সামনেই স্লোগান দেন তারা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন