শান্তর বিদায়ে ভাঙল জুটি

২ সপ্তাহ আগে
৪৮০ বলে ২৬৪ রানের জুটি। অবশেষে উইকেটের দেখা পেল শ্রীলঙ্কা। গল টেস্টের প্রথম দিনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ উইকেট হারাল ৩০৯ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরলেন দেড়শ রান থেকে দুই রান দূরে থাকতে। তবে প্রথম দিনে বিপর্যয়ে পড়া দলকে বিদায়ের আগে চালকের আসনে বসিয়ে গেলেন টাইগার কাণ্ডারি।

বুধবার (১৮ জুন) গল টেস্টের দ্বিতীয় দিনে ৩০৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে বিদায় করলেন আসিথা ফার্নান্দো। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি শান্ত। মিড-অফে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন ম্যাথিউস।


আউট হওয়ার আগে ২৭৯ বলে  ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। এটি টেস্ট ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি।


এই মুহূর্তে ক্রিজে আছেন আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তার সঙ্গী লিটন দাস। 

]]>
সম্পূর্ণ পড়ুন