শান্তর কাছে ডাবল সেঞ্চুরি চান মুশফিক, সুযোগ পেলে কাজে লাগাতে চান নিজেও

২ সপ্তাহ আগে
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি সমালোচিত ব্যাটারদের একজন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্বের পাশাপাশি নিজের ব্যাটিং নিয়ে বিভিন্ন সময় সমর্থকদের রোষাণলের মুখে পড়েছেন তিনি। তবে শান্ত প্রতিবারই জবাব দিয়েছেন পারফরম্যান্স দিয়ে। দেশের ক্রিকেটের অন্যতম কঠিনতম অধ্যায়েও অধিনায়কের মতো হাল ধরেছেন বাঁহাতি এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে দলকে শুরুর বিপর্যয় থেকে বাঁচিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

শান্তর ব্যাট হাত অনবদ্য পারফর্ম করার দিনে মুশফিকুর রহিমও পেয়েছেন সেঞ্চুরির দেখা। বিপর্যয় সামাল দেয়ার দিনে দুজনের ভূমিকাই ছিল অনেক গুরুত্বপূর্ণ। তবে লড়াইটা যে এখনও শেষ হয়নি, সেটা দিনের খেলা শেষে মনে করিয়ে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। সংবাদ সম্মেলনে জানালেন, শান্তর কাছ থেকে আগামীকাল ২০০ কিংবা ২৫০ রানের ইনিংস চান। সুযোগ পেলে নিজেও বড় স্কোর করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

 

শান্তর ইনিংসের প্রশংসা করতে গিয়ে মুশফিক বলেন, 'শান্ত অনেকদিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো, অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটার হিসেবেও ভালো। আমার মনে হয় না এটা বিশেষ কিছু। আমার কাছে যেটা ভালো লেগেছে, সেটা হলো ওর নিয়ন্ত্রিত ইনিংস। এর আগেও শ্রীলঙ্কার ক্যান্ডিতে ও সেঞ্চুরি করেছে কিন্তু এই একশো'টা ওপরে থাকবে। নিয়ন্ত্রণ করে ইনিংসটা খেলা, কোনো সুযোগ না দিয়ে...... আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যারা টেস্ট খেলবে আমাদের, তাদের জন্য।'

 

আজকের খেলায় শান্তর সেঞ্চুরির সময় বেশ উদযাপন করেছেন মুশফিক। সেই উদযাপন নিয়ে তিনি বলেন, 'উদযাপনটা স্বাভাবিক, কেউ একজন বড় কিছু অর্জন করলে উদযাপনটা তো করতেই হবে। আর সিনিয়র ক্রিকেটার হওয়ায় আমার ওপর দায়িত্বটা বেশি।'

 

নিজের ইনিংস নিয়ে মুশফিক বলেন, 'বিশেষ কিছু না, এখন আমার ক্যারিয়ার প্রায় শেষের দিকে। সব ইনিংসই আসলে বিশেষ। আমি চেষ্টা করি সর্বোচ্চ কাজে লাগানোর। শতভাগ দিয়ে প্রস্তুতি নেয়ার এবং আমার সামনে যে সুযোগ আছে সেটাকে লুফে নেয়ার চেষ্টা করি। অনেক সময় হয়, অনেক সময় হয় না।'  

 

গলে এর আগে একবার ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। আজকের ইনিংসে স্বাভাবিকভাবেই প্রত্যাশা জেগেছে ওই ইনিংসের পুনরাবৃত্তি দেখার। সেই প্রসঙ্গে মুশফিক বলেন, 'দেশের হয়ে ডাবল সেঞ্চুরি করলে, স্বাভাবিকভাবেই সেটা বিশেষ হবে। আমাদের একটা প্রজন্মকে তো অবশ্যই ধাপে ধাপে উপরে নিয়ে যেতে হবে এবং তারা আসার পর এখন হয়তো বিশ্বাস করতে পেরেছে এখন টেস্টে ২০০ করা যায়। এখন ২৫০ও অনেকে করবে বা কেউ ৩০০ করবে। আমরা যেন সেটা ধাপে ধাপে করতে পারি, আর অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সেটা সামনে থেকে নেতৃত্ব দেয়াটাও গুরুত্বপূর্ণ।'

 

আরও পড়ুন: গলে শান্ত-মুশফিকের সেঞ্চুরি, বিপর্যয় সামলে চালকের আসনে বাংলাদেশ

 

নিজের ডাবল সেঞ্চুরির প্রসঙ্গ এলে তিনি বলেন, 'কোনো ব্যাটারই হয়তো চিন্তা করে না যে আজকের ম্যাচে আমি ১০০ বা ২০০ করব। লক্ষ্য থাকে যে উইকেটে গিয়ে যেন বড় জুটি গড়তে পারি দলের জন্য। সেটা প্রথমে ২০, ৩০, ৫০, ১০০, ১৫০, ২০ এভাবে এগোতে হয়। সুযোগ যেহেতু আছে...তবে কালকে আবার একটা ফ্রেশ দিন। আমাদের আবার নতুনভাবে শুরু করতে হবে যেহেতু ওদের নতুন বল আছে। ১০টা ওভার হয়েছে মাত্র। আমাদের নতুনভাবে চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত বেশি করা যায়। গলে যত দিন যেতে থাকে, এই উইকেটটা ভাঙতে শুরু করে। চেষ্টা করব প্রথম ইনিংসেই বড় একটা লিড নেয়ার। আমরা চেষ্টা করব একটা ভালো স্কোর দাঁড় করানোর।'

 

তিনি আরও বলেন, 'আমরা ভাগ্যবান এবার, এত ভালো উইকেটে আমরা টসে জিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। কন্ডিশনটা সবচেয়ে ভালো এখন। তারপরও প্রতিটি বল মনোযোগ দিয়ে এবং যত্ন নিয়ে খেলতে হয় নাহলে টেস্ট ক্রিকেট অনেক কঠিন। একটা ভালো লাগার বিষয় হলো, যেখান থেকে আমি শেষ করেছি মানুষের প্রত্যাশা অনুযায়ী সেখান থেকেই শুরু করতে পরেছি। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে ইনিংসটা যেন বড় করতে পারি। শান্ত যেহেতু এখন পর্যন্ত ২০০ নাই। তাই ২০০-২৫০ যতটুকু ও করতে পারে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।' 

]]>
সম্পূর্ণ পড়ুন