শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দরজায় দুদকের নোটিশ

৪ সপ্তাহ আগে
মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসবভনের দরজায় নোটিশ টানিয়ে দেয়া হয়। এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট ৫ জনের সাক্ষ্য নেয় দুদক। 

 

আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহনের কথাও জানান দুদক।
 

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাছাইবাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরনী তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হয়নি শাজাহান খানের কন্যা ঐশী খান। 

আরও পড়ুন: ১৫ বছরে ব্যাংক লুটপাট: তদন্তে দুদক, তিন সাবেক গভর্নরের নথি তলব

এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজা টানিয়ে দেয়া হয়। আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানের সম্পদের বিবরণী তুলে ধরতে বলা হয়। 

 

নির্ধারিত সময়ের মধ্যে ঐশী তার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা দুদকের কাছে জমা না দিলে পরবর্তীতে মামলা করে আইনী ব্যবস্থা নেবে দুদক।

]]>
সম্পূর্ণ পড়ুন