শাকিব দিলেন দুঃসংবাদ, সুখবর দিলেন শাহীন!

৩ সপ্তাহ আগে
চলতি বছর ‘তুফান’ সিনেমা দিয়ে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়েছেন সুপারস্টার শাকিব খান। দর্শকরা আশা করেছিলেন খুব শিগগিরই আসবে এ সিনেমার নতুন সিক্যুয়াল। কিন্তু আপাতত তা আর হচ্ছে না বলে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিবের এমন দুঃসংবাদ  দর্শকদের আশাহত করলেও সুখবরও দিয়েছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। সংবাদমাধ্যমে তিনি জানান, আপাতত ‘তুফান টু’ নির্মিত না হলেও নির্মাতা রায়হান রাফির সঙ্গে শাকিব খানের নতুন একটি সিনেমা আসছে।

 

সিনেমাটির নাম ‘তাণ্ডব’। সংবাদমাধ্যমে শাহীন বলেন, শনিবার (৩০ নভেম্বর) নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে। ‘তাণ্ডব’ নামের এ সিনেমায় শাকিব খান অভিনয় করবেন পরিচালক রায়হান রাফির পরিচালনায়।

 

আরও পড়ুন: বলিউড সিনে বিশ্লেষকের পোস্টে শাকিব খান

 

জানা যায়, অ্যাকশনধর্মী ‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। খুব শিগগরিই সিনেমাটির অফিশিয়াল ঘোষণা আসার কথা রয়েছে। যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে চান না সিনেমার পরিচালক রাফি।

 

আরও পড়ুন: দর্শনা, মিতুকে নিয়ে আটকে আছেন শাকিব খান!

 

শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা নতুন বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন