২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসর বিপিএলের দ্বাদশ আসরের। টুর্বামেন্ট শুরুর আগে ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। তবে নিরাপত্তা সংশ্লিষ্ট কারণে ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে হয় বিসিবিকে। শুরুতে একদম বাতিল করে দিলেও সম্প্রতি আবার উদ্বোধনী ম্যাচের দিন ছোটখাটো একটি আয়োজন রাখার উদ্যোগ নিয়েছে বিসিবি। পরিস্থিতি 'চ্যালেঞ্জিং' হওয়ায় বারবার পরিকল্পনায় এমন পরিবর্তন আনতে হচ্ছে বলে মন্তব্য করেন মিঠু।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, 'আমরা সবাই জানি পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। প্রতিটি ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ ডিসেম্বর যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করব। বাংলাদেশ দল (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে) চলে যাবে জানুয়ারির শেষে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে, ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫–তে শুরু করতে হবে, তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: রিপন-সাকলাইনের তোপে রংপুরকে হারাল রাজশাহী
‘মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন এবং হ্যান্ডশেক করবেন। আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার (ওসমান হাদির মৃত্যু) জন্য। মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান হবে। প্রথমটা ১৫ মিনিটের। আমাদের জায়গা নেই। দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুম্মার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।’
গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী গণসংযোগের সময়ে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে পেছন থেকে মোটরসাইকেলে আসা আততায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে শুরুতে দেশে চিকিৎসা দেয়া হয়। পরে সরকারি হস্তক্ষেপে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সেখানে মারা যান তিনি।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরে হাজারো প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে প্রথম জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় অবতরণ করে। এরপর শনিবার বিকেলে সংসদ ভবন এলাকায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হয়।

৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·