শরীয়তপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য নিহত

৩ সপ্তাহ আগে
শরীয়তপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

 

ঈদের ছুটিতে ২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১২ দিনের ছুটি নিয়েছিলেন আল মামুন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন বুধবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন এবং শনিবার দুপুরে মোটরসাইকেলে করে শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিলেন। বালারবাজার সড়কের নয়ারাস্তায় আসলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত হাতবোমার বিস্ফোরণ? (ভিডিও)

 

ঘটনার প্রত্যক্ষদর্শী বাদল কোতোয়াল বলেন, ‘আমি বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসি। পরে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে একটি অটোরিকশায় আমার বড় ছেলেকে দিয়ে তাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি তিনি মারা গেছেন।’

 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন