শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-৩ আসনের প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
যোগদানকারী তিন শতাধিক নেতাকর্মীর মধ্যে জেলার পরিচিত বেশ কয়েকজন মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব, বাংলাদেশ জাতীয় পার্টির যুবশক্তির সদস্য সচিব মো. সিয়াম।
যোগদানের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, 'আমি মজিবর রহমান খোকন ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম।'
পরবর্তীতে যোগদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে তিনি নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দুই শতাধিক অনুসারীসহ বিএনপিতে এসেছেন বলে জানান।
আরও পড়ুন: গাজীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
এদিকে জেলা যুবশক্তির সাবেক মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব তার বক্তব্যে বলেন, 'এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।'
নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, 'দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলতে চাই।'
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·