এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম গোল পেয়েছেন শমিত সোম। গোল পেয়ে অনেক খুশি কানাডা প্রবাসী ফুটবলার। তবে ৭ গোলের ম্যাচ জিততে না পেরে আবার হতাশও।
নিজের প্রথম আন্তর্জাতিক গোলের পর মাঠেই টি স্পোর্টসকে শমিত সোম বলেছেন, ‘হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করতে পারা অনেক সম্মানের। আমি খুশি হতাম যদি আমার গোল না হতো, কিন্তু... বিস্তারিত