শপথ নেয়ার পরপরই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা ট্রাম্পের

২ সপ্তাহ আগে
দায়িত্ব গ্রহণের পরপরই দেশব্যাপী অভিবাসন আইন প্রয়োগ জোরদার করার পরিকল্পনা করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ কথা জানিয়েছেন। শনিবার ( ১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ব্যক্তি রয়টার্সকে বলেন, আমরা সারা দেশে অভিযান চালাবো। আপনি দেখতে পাবেন নিউইয়র্কে গ্রেফতার চলছে, মিয়ামিতে গ্রেফতার চলছে। 


সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের জবাবে সূত্রটি জানিয়েছে যে, প্রশাসন দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার শিকাগোতে একটি বড় অভিবাসন অভিযান চালানোর পরিকল্পনা করছে।

 

আরও পড়ুন:গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে বদ্ধপরিকর ট্রাম্প, কী চান স্থানীয়রা?

 

পরিকল্পনার সাথে পরিচিত চারজনের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, শিকাগো অভিযানটি পুরো সপ্তাহ ধরে চলবে। মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এই অভিযান পরিচালনার জন্য ১০০ থেকে ২০০ জন কর্মকর্তাকে পাঠাবে।


এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ট্রাম্পের ট্রানজিশন টিম।


গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম ইস্যু ছিল অভিবাসন।

 

ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে বলেছিলেন, শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই আমরা আমেরিকান ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন অভিযান শুরু করব।

 

আরও পড়ুন:গাজায় যুদ্ধবিরতির নেপথ্যের নায়ক কি ট্রাম্প?


ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে একত্রিত করবেন বলে আশা করা হচ্ছে।

 

আগামী সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন