শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের শিসহ অন্যান্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানালেন ট্রাম্প

৪ সপ্তাহ আগে
 যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য বিদেশী নেতাদের তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তবে তাদের মধ্যে কেউ ইউএস  ক্যাপিটলের পাদদেশে এই  অনুষ্ঠানে অংশ নেয়ার পরিকল্পনা করছেন কিনা তা এখনো জানা যায়নি।  ট্রাম্পের অন্তর্বর্তীকালীন  মুখপাত্র ক্যারোলিন লেভিট  ফক্স নিউজকে বলেন,  ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে  পরাজিত করার পরপরই  নভেম্বরের শুরুতে  জানানো ট্রাম্পের আমন্ত্রণ শি  গ্রহণ করবেন কিনা তা এখনো “ নির্ধারণ করা হয়নি”।   তবে তিনি আমন্ত্রিত অন্য বিশ্ব নেতাদের নাম উল্লেখ করেননি।  তবে লেভিট বলেন,  ছয় সপ্তাহের মধ্যে দুপুরের এই উন্মুক্ত স্থানের অনুষ্ঠানে আমন্ত্রণ “ প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দেশ যারা কেবল আমাদের মিত্র নয়,  আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীও তাদের নেতাদের সাথে খোলামেলা সংলাপ তৈরীর একটি উদাহরণ। তিনি যে কারো সাথে আলোচনায় বসতে ইচ্ছুক এবং তিনি সবসময় আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেবেন।”  শি যদি ওয়াশিংটন সফর করেন তাহলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বের দুই বৃহত্তম  অর্থনীতির নেতাদের বিতর্কিত বাণিজ্য ও সামরিক ইস্যু নিয়ে আলোচনার প্রথম সুযোগ তৈরি হতে পারে।  ট্রাম্প আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ফ্যানটানিলের মারাত্মক প্রবাহ রোধ করতে এবং চীনে যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রয় বাড়ানোর জন্য চাপ দেয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানির ওপর বিশাল শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।  অভিষেকের প্রাক্কালে টিকটক এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্সকে  সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটি বিক্রি করতে বা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।  নিষেধাজ্ঞা আটকাতে টিকটক গত সপ্তাহে একটি প্রচেষ্টায় হেরেছে তবে সুপ্রিম কোর্টে মামলাটির আপিল করা হয়েছে।       
সম্পূর্ণ পড়ুন