শতাব্দীর ব্যয়বহুল বিয়ে সারলেন বেজোস-লরেন

১ সপ্তাহে আগে
ইতালির ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে জমকালো আয়োজনে বিয়ে করলেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ। তিনদিন ব্যাপী বিয়ের আয়োজন আজ শেষ হবে।

এ বিয়েতে বিশ্বের নামীদামী তারকা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন বিল গেটস, অপরাহ উইনফ্রে, কিম কার্দাশিয়ান, লিওনার্দো ডি ক্যাপ্রিয়, টম ব্রাডি, জর্ডানের রানি রানিয়া, অরল্যান্ডো ব্লুম, ইভাঙ্কা ট্রাম্পের মতো সেলিব্রিটিরা।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের মূল আয়োজন ও মন্ত্রপাঠ অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন শুক্রবার (২৭ জুন)। বিয়ের শেষ আনুষ্ঠানিকতা আজ শনিবার (২৮ জুন) হবে।

 

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ডুয়া লিপা

 

আজ ইতালির মধ্যযুগীয় জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রে মার্কিন গায়িকা লেডি গাগা এবংএলটন জন গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের আমন্ত্রিত ২৫০ জন অতিথিকে মাতিয়ে রাখবেন। ইতালীর সংগীত শিল্পি আন্দ্রেয়া বোসেলির ছেলে মাত্তেয় বোসেলিও গান পরিবেশন করবেন। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের চূড়ান্ত পর্ব শেষ হবে।

 

আরও পড়ুন: সংসার ভাঙল কেটি পেরির

 

৬১ বছর বয়সী বেজোস এবং ৫৫ বছর বয়সী সানচেজের বিয়েকে এ শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলা হচ্ছে। কারণ তিন দিনের এ বিয়েতে ব্যয় হয়েছে ৫৬ মিলিয়ন ডলার।   

]]>
সম্পূর্ণ পড়ুন