চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান 'লানইউয়ে' সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
হুবেই প্রদেশের হুয়াইলাই কাউন্টির এক্সট্রাটেরেস্ট্রিয়াল সেলেস্টিয়াল পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষায় যানের ইঞ্জিন চালু করে চাঁদে অবতরণ এবং সেখান থেকে পুনরায় উৎক্ষেপণের পরিস্থিতির সিমুলেশন ঘটানো হয়। অবতরণ-উৎক্ষেপণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ... বিস্তারিত