লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়া। তাতে কাতালানদের টানা জয়ের ছন্দে ছেদ পড়েছে। পরাজয়ে টেবিলের শীর্ষে ফেরার সুযোগটিও হাতছাড়া করেছে।
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। বার্সেলোনার বক্সে রোনাল্ড আরাউহোর সঙ্গে বলের জন্য ধাক্কাধাক্কির সময় পড়ে যান আইজ্যাক রোমেরো, তাতেই সেভিয়া স্পট কিক পায়। সেই সুযোগে সাবেক আর্সেনাল সতীর্থ উয়চেখ শেজনিকে ভুল পথে পাঠিয়ে জালের দেখা... বিস্তারিত