লেবাননের গাজায় সংঘাত নিরসনে কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ব্লিংকেন

৪ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার কাতারের ক্ষমতাসীন আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সাথে এই অঞ্চল সফরের অংশ হিসেবে বৈঠক করেছেন। বৈঠকে ব্লিংকেন গাজা ভূখণ্ড এবং লেবাননে সংঘাত অবসানের বিষয়ে আলোচনার ওপর মনোনিবেশ করেছেন। শুক্রবার লন্ডনে আরব কর্মকর্তাদের সাথে আলোচনার আগে বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সানির সাথেও বৈঠক করবেন ব্লিংকেন । ব্লিংকেনের অন্যতম আলোচ্যসূচি ছিল গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর চেষ্টা করা। বৃহস্পতিবার ফ্রান্স প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যাতে লেবাননে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা যায়। লেবাননে সহায়তার জন্য ফ্রান্স ১০ কোটি ৮০ লক্ষ ডলার এবং জার্মানি ১০ কোটি ৩০ লক্ষ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। সম্মেলনে ম্যাক্রোঁ এই সম্মেলনে বলেন, “ জরুরি মেয়াদে লেবাননের জনগণের জন্য ব্যাপক সহায়তা প্রয়োজনঃ যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায় উভয়ের জন্যই।” বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হেজবুল্লাহর অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। লেবাননের সামরিক বাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়াতের গ্রামের কাছে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরায়েলি হামলায় তাদের তিনজন সেনা নিহত হয়েছে। ইসরায়েল বলেছে, তাদের লড়াই লেবাননের সঙ্গে নয়, ইরান সমর্থিত হেজবুল্লাহর বিরুদ্ধে। গাজার চিকিৎসকরা জানান, নুসেইরাতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
সম্পূর্ণ পড়ুন