লেবাননে হামলা: এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল ইসরাইল!

১ সপ্তাহে আগে
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তাইবেহ-তে ড্রোন হামলায় এক হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ’র ওই সদস্যের নাম মুহাম্মদ আদনান মনসুর। তিনি হিজবুল্লাহ’র আর্টিলারি কমান্ডার ছিলেন। খবর আল জাজিরার।

 

ওই হামলার ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ। 

 

מוקדם יותר היום, צה״ל תקף וחיסל באמצעות כלי טיס את המחבל מחמד עדנאן מנצור, מפקד הארטילריה של מרחב א-טייבה בארגון הטרור חיזבאללה.

במהלך המלחמה מחמד הוביל והוציא לפועל מתווי ירי רבים למרחב הגליל העליון.

צה״ל ימשיך לפעול על מנת להסיר כל איום על אזרחי מדינת ישראל pic.twitter.com/Mf7DvuvlA9

— צבא ההגנה לישראל (@idfonline) April 7, 2025

 

তবে লেবানিজ গোষ্ঠীটি এখনও তাদের একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি।

 

আরও পড়ুন: কৌশলগত বিশেষজ্ঞের দাবি /যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী!

 

এর আগে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনতে জবেইল জেলার বেইত লিফে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় একজন আহত হয়েছেন।

 

এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) তুরমুস আয়া শহরে এ ঘটনা ঘটে। এতে আরও দু’জন আহত হয়েছেন বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা।

 

তুরমুস আয়া শহরের মেয়র আদিব লাফি রয়টার্সকে জানিয়েছেন, ১৪ বছর বয়সী ওমর মোহাম্মদ রাবেয়াকে শহরের প্রবেশপথে এক ইসরাইলি বসতি স্থাপনকারী গুলি করে হত্যা করেন। একইসঙ্গে অন্য দুই কিশোরকেও গুলি করলে গুরুতর আহত হন তারা। পরে ইসরাইলি সেনাবাহিনী ওই কিশোরকে মৃত ঘোষণা করে। 

 

আরও পড়ুন: ফিলিস্তিনের গ্রামে ঘর বানাচ্ছে ইসরাইলিরা!

 

শহরে অভিযান চালানোর সময় ঘটা এই হত্যাকাণ্ডকে ইসরাইলের ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন