কয়েক মাসের তীব্র রক্তক্ষয়ী সংঘাতের পর গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু হিজবুল্লাহ যুদ্ধবিরতি মানলেও মানছে না ইসরাইল। নিয়মিতই লেবাননে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।
ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের মধ্যে লেবাননে ইসরাইলি হামলা কিছুটা কমেছিল। কিন্তু যুদ্ধবিরতির পর হামলা জোরদার করেছে ইসরাইল।
আল জাজিরার প্রতিবেদন মতে, শুক্রবার (২৭ জুন) ইসরাইলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের আলী আল তাহির বন, কাফারতাবনিত এবং নাবাতিহ আল ফাওকা হাইটসসহ বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করেছে।
আরও পড়ুন: ইরানে হামলা: ইসরাইলকে আকাশপথে কেন বাধা দেয়নি সিরিয়া?
এই হামলায় একজন নারী নিহত এবং আরও ১১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এই হামলার নিন্দা জানাননি বা কোনো বিবৃতিও দেননি।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা শকিফ পর্বতে হিজবুল্লাহর একটি স্থাপনায় আঘাত করেছে, যা অগ্নিনির্বাপণ ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ স্থাপনার অংশ।
এর আগে গত বৃহস্পতিবারও (২৬ জুন) লেবাননের পৃথক দুই স্থানে ড্রোন হামলা চালায় ইসরাইল। ওই হামলায় দুইজন নিহত হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এদিকে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইলি দখলদার বাহিনী। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন করে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু লোক আহত হয়েছেন।