শনিবার (১৮ জানুয়ারি) বদলি খেলোয়াড় ডারউইন নুনেজের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। আর্সেনাল অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। ২১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৫০, ২২ ম্যাচে আর্সেনালের ৪৪।
ব্রেন্টফোর্ডের মাঠে মুহুর্মুহু প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছে লিভারপুল। দফায় দফায় আক্রমণের পরও গোল পাচ্ছিল না তারা, কখনও আক্রমণ শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল, আবার কখনও বারপোস্টে লেগে বল বাইরে দিয়ে যাচ্ছিল। ৬৫ মিনিটে বদলি হিসেবে নামা নুনেজ শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে দেন লিভারপুলকে।
আরও পড়ুন: দিয়ালোর হ্যাটট্রিকে জয় পেল ম্যানইউ
ডানপ্রান্ত থেকে আলেকজান্ডার আরনল্ডের অনেকটা ‘মুখে তুলে দেওয়া’ বলে মুহূর্তের মধ্যে ট্যাপইন করে প্রথম গোলটি করেন নুনেজ। পরের গোলটিও খুব কাছ থেকে করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। লিভারপুল পায় স্বস্তির জয়।
নিজেদের মাঠে অন্য দিন দেখেছে আর্সেনাল। ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে এগিয়ে যাওয়ার পর ৫৫ মিনিটে কাই হ্যাভার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু পূর্ণ তিন পয়েন্ট তাদের ভাগ্যে ছিল না। ইউরি তিয়েলেমান্স অ্যাস্টন ভিলার হয়ে ব্যবধান কমানোর পর ম্যাচে সমতা টানে ওলি ওয়াটকিন্সের গোল। দুদল পায় এক পয়েন্ট করে।