শনিবার (৬ ডিসেম্বর) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন সালাহ। কোচ আর্না স্লটের সঙ্গে সম্পর্কের বাজে অবস্থাও তুলে ধরেন তিনি। ইঙ্গিত দেন আগামী দলবদল মৌসুমেই ক্লাব ছেড়ে যাওয়ার।
অথচ এক বছর আগেও চিত্রটা ছিল একেবারে ভিন্ন। প্রিমিয়ার লিগের গত আসরে বেশ দাপট দেখিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। যেখানে মূল ভূমিকায় ছিলেন সালাহ। লিগে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট এসেছিল তার পা থেকে। ২৯ গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। সে নায়ককেই নাকি এখন গলার কাঁটা মনে করা হচ্ছে। দলের করুণ অবস্থায় পুরো দয়টা তার ওপর এসেছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
১৫ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের আটে অবস্থান করছে লিভারপুল। সবশেষ তিন লিগ ম্যাচে উপেক্ষিত তিনি। ওয়েস্ট হ্যাম ও সান্দারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না। আর সবশেষ লিডস ইউনাইটেডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও পুরো ম্যাচ কাটাতে হয়ে বেঞ্চে বসে। ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর এবারই প্রথম এমন অভিজ্ঞতার সম্মুখীন হলেন এ মিশরীয় তারকা। এর আগে তিনি টানা ৫৩টি লিগ ম্যাচে দলের হয়ে শুরুর একাদশে ছিলেন, যা ভেঙেছে গত সপ্তাহে লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে।
ক্লাবের উপেক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সালাহ বলেন, ‘বিশ্বাস করতে পারছি না, আমি ৯০ মিনিট বেঞ্চে বসে কাটিয়েছি। তিনবার এমন হলো। আমার ক্যারিয়ারে এমন ঘটনা প্রথম। আমি বেশ হতাশ, এত বছর ধরে ক্লাবের জন্য এত কিছু করলাম। বিশেষ করে গত মৌসুমের কথা, মনে হচ্ছে ক্লাব আমাকে ‘বলির পাঁঠা’ বানাচ্ছে। এমনটাই আমার মনে হচ্ছে।’
আরও পড়ুন: এমএলএস কাপ জিতে কত টাকা পাচ্ছে মেসির মায়ামি
সালাহ যোগ করেন দলের সংকটময় সময়ে পুরো দায় তার ওপর দেওয়া হচ্ছে। তার ধারণা, ক্লাবের কেউ একজন তাকে আর চাইছে না। কোচের সঙ্গেও সম্পর্ক নাকি এখন আগের মতো নেই।
তিনি বলেন, ‘কেউ পুরো দায়টা আমার ওপর দিয়ে দিচ্ছে। গ্রীষ্মে ক্লাব আমাকে অনেক কিছু প্রতিজ্ঞা করেছিল। এখন আমি বেঞ্চে, সুতরাং তারা সেসব প্রতিজ্ঞা রাখেনি। আমার (স্লটের) সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এখন আমাদের কোনো সম্পর্কই নেই এবং আমি কারণ জানি না। মনে হচ্ছে, কেউ আমাকে আর ক্লাবে চায় না।’
লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচ খেলে ২৫০ গোল করেছেন সালাহ। গত মৌসুমে লিগ শিরোপা জেতানোর পর এপ্রিলে তার সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করে অলরেডরা। তবে চলতি মৌসুমটা খুবটা একটা ভালো যাচ্ছে না তার। ১৮ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি। তবে ক্লাব থেকে প্রাপ্য সম্মান পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
সালাহ বলেন, ‘সত্যি বলতে এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। আমি যদি অন্য কোথাও যেতাম, প্রত্যেক ক্লাবই তার খেলোয়াড়কে সুরক্ষা দেয়। এখন এখানে সালাহকে বলির পাঁঠা বানানো হচ্ছে, কারণ সে দলের জন্য সমস্যা। আমি মনে করি না আমি সমস্যা। জায়গা পাওয়ার জন্য আমি প্রতিদিন লড়াই করব না, কারণ এটা আমি ইতোমধ্যে অর্জন করে নিয়েছি। আমি ক্লাবের চেয়ে বড় নই। আমি সবকিছুর চেয়ে বড় কিছু নই। কিন্তু এটা আমি অর্জন করেছি।’
আরও পড়ুন: দুইবার এগিয়ে গিয়েও নাটকীয় ড্র লিভারপুলের
চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহ বলেন, ‘আমি কীভাবে এ প্রশ্নের উত্তর দেব? প্রশ্নটাই কষ্ট দেয়। আমি এ ক্লাবের সঙ্গে চুক্তি করে কখনোই অনুতপ্ত হইনি। ভেবেছিলাম এখানেই ক্যারিয়ার শেষ করব। এখন বিষয়গুলো পরিকল্পনা অনুযায়ী চলছে না। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন— কেন সবকিছু এভাবে শেষ হবে? পাঁচ মাস আগেও আমি পুরস্কার জিতছিলাম, এখন কেন এ অবস্থায় যেতে হবে? দলে অনেকেই এখন ফর্মে নেই, কিন্তু আমাকে-ই নিজেকে রক্ষা করতে হচ্ছে।’
কোচের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও সতীর্থদের সঙ্গে ভালো বন্ধন রয়েছে জানিয়েছে মিশরীয় ফরোয়ার্ড বলেন, ‘(স্লটের সঙ্গে সম্পর্ক) কোনো সম্পর্ক নেই। আগে খুব ভালো সম্পর্ক ছিল, এখন আর নেই। তবে সতীর্থদের কারণে আমি হতাশ নই। ওরা জানে আমি তাদের কতটা ভালোবাসি এবং কতটা সমর্থন করি। আমাদের মধ্যে ভালোবাসা অনেক।’
দল ছাড়ার ইঙ্গিত দিয়ে সালাহ বলেন, ‘ফুটবলে কি হয় আপনি কখনো বুঝবেন না। কিন্তু আমি এ পরিস্থিতি গ্রহণ করব না। আমি এই ক্লাবের জন্য অনেক কিছুই করছি। আমি দুঃখিত।’
সাত মিনিটের সাক্ষাৎকারে আরও একটি বক্তব্যে স্পষ্ট তার ক্লাব ছাড়ার ইঙ্গিত। আগামী শনিবার ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ম্যাচ লিভারপুলের। ওই ম্যাচ শেষে আফ্রিকা কাপ অব নেশন্সে মিশরের হয়ে খেলতে যাবেন সালাহ।
তিনি বলেন, ‘মা–বাবাকে ফোন করে বলেছি, ব্রাইটনের ম্যাচটা দেখতে আসতে। আমি খেলি কি খেলি না, তাতে কিছু যায়–আসে না। আমি উপভোগ করব— অ্যানফিল্ডে থাকব, সমর্থকদের বিদায় জানাব আফ্রিকা কাপে যাওয়ার আগে। কারণ সেখানে গিয়ে কী হবে, আমি জানি না।’
আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনালদোর
আগামী জানুয়ারিতে ইউরোপের শীতকালীন দলবদলের মৌসুম শুরু হবে। সালাহ তখন কোন নতুন ঠিকানা খুঁজে নেন, সেটাই এখন দেখার পালা।

৯ ঘন্টা আগে
২





Bengali (BD) ·
English (US) ·