লিডস টেস্টে দুদলের খেলোয়াড়দের হাতে কালো আর্মব্যান্ড কেন

২ সপ্তাহ আগে
আন্তর্জাতিক ম্যাচের আগে দুদলের খেলোয়াড়রা নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত গেয়ে থাকেন। ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার লিডস টেস্টেও তার ব্যতিক্রম হয়নি। তার আগে এক মিনিট নীরবতা পালন করেছেন উভয় দলের ক্রিকেটাররা, প্রত্যেকের হাতে ছিল কালো আর্মব্যান্ড।

কালো আর্মব্যান্ড পরা হয় কারো প্রতি শোক জানানোর অংশ নিবে। ইংল্যান্ড ও টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কার/কাদের প্রতি শোক জানালেন? না জেনে থাকলে প্রশ্নটা যে কারো মনে আসতেই পারে।


গত ১২ জুন ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল ভারতে। স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় শহরের জনবসতিপূর্ণ মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে এটি। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।


আরও পড়ুন: বড় ধরনের জরিমানার মুখে বিসিসিআই!


প্রশাসনের তথ্যমতে, ওই দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়। আশ্চর্যজনকভাবে বেঁচে যান একজন ব্রিটিশ নাগরিক— বিশ্বাসকুমার রমেশ। এছাড়া দুর্ঘটনায় হোস্টেলের পাঁচজন বাসিন্দা প্রাণ হারান। ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৪৬ জনে। আহত অন্তত ৬০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েই লিডস টেস্টে ইংল্যান্ড ও ভারতের খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরা।

A perfectly observed minutes silence.

This morning we remember those lost in the tragic Air India crash last week. pic.twitter.com/mEDsQPqVmH

— England Cricket (@englandcricket) June 20, 2025


সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীতের আগে প্রত্যেককে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানানো হয়। ধারাভাষ্যকার বলেন, ‘গত সপ্তাহে ভারতের আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় চলুন এক মিনিট নীরবতা পালন করি।’ নীরবতা পালন শেষে ধারাভাষ্যকার প্রত্যেককে ধন্যবাদ জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন