লিটনের পাশে দাঁড়াল ঢাকা ক্যাপিটালস

২ সপ্তাহ আগে
সময়টা এমনিতেই ভালো কাটছে না লিটন দাসের। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। বিপিএলে তার দল ঢাকা ক্যাপিটালসের অবস্থাও খুব একটা ভালো না। এমন সময়ে ভক্তদের কাছ থেকেও পেলেন দুয়ো। তবে এই কঠিন সময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। ম্যাড়মেড়ে ম্যাচে ঢাকাকে সহজেই হারিয়েছে বরিশাল। তবে মাঠের লড়াই ছাপিয়ে ম্যাচটির অন্য একটি বিষয় আলোচনায় এসেছে বেশ। দ্বিতীয় ইনিংসে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় গ্যালারিতে থাকা সমর্থকের দল লিটনকে 'ভুয়া, ভুয়া' বলে দুয়োধ্বনি করেছে।   

 

দর্শকদের দুয়োধ্বনি শুনে লিটনের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন দেশের হয়ে একাধিক রেকর্ড গড়া এই ক্রিকেটার। হয়তো মনে মনে ভাবছিলেন, কেমন দেশ এবং কেমন ভক্তদের প্রতিনিধিত্ব করি!

 

লিটনকে দুয়োধ্বনি দেয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।  তবে সেসব আলোচনা-সমালোচনাকে পাশে রেখে নিজেদের ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘণ এক বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

 

আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের 'একদিন'

 

লিটনের উদ্দেশ্য করে দেয়া ফেসবুক পোস্টে ঢাকা ক্যাপিটালস লিখেছে, 'আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।'    

 

লিটনের রেকর্ডগুলোকে ইঙ্গিত করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি।'  

 

লিটনকে ভালোবাসা এবং গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে তারা আরও লিখেছে, 'লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।'  

]]>
সম্পূর্ণ পড়ুন