লিটনের দারুণ প্রচেষ্টায় হাফ সেঞ্চুরি মিস ফখরের

৪ সপ্তাহ আগে
একদিকে আসা-যাওয়ার মিছিলের মাঝেও ফখর জামান খেলছিলেন স্বচ্ছন্দে। দুবার জীবন পেয়ে ফখর ছুটছিলেন অর্ধশতকের পথে। কিন্তু দুর্দান্ত এক রানআউটর শিকার হয়ে ফিরলেন এই ওপেনার। মোস্তাফিজের অফকাটার ডিপ থার্ডম্যানে ঠেলে রান নিতে ছুটেছিলেন পাকিস্তানের দুই ব্যাটার ফখর আর খুশদিল। প্রথম রানটা নির্বঘ্নে নিলেও দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করতেই ভুল বোঝাবুঝিতে ফিরে যান খুশদিল। মাঝ উইকেটে থ মেরে দাঁড়িয়ে যান ফখর। এরপর দৌড় শুরু করে ডাইভ দিলেও লিটন দ্রুত প্রতিক্রিয়ায় স্টাম্প ভেঙে দেন।

পাকিস্তানের ইনিংসে আশার প্রদীপ জ্বালিয়ে রাখা ফখর ফিরলেন অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতে। রানআউট হওয়ার আগে ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন এই বাঁহাতি ওপেনার। ৭০ রান ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান।  


এর আগে পাকিস্তান পঞ্চম উইকেটও হারিয়েছে রানআউটে। মোহাম্মদ নেওয়াজ রানআউট হন মাত্র ৩ রান করে। লিটন দাসের থ্রো হাতে পেয়ে ননস্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙেন মেহেদী।


পাকিস্তানের ইনিংসে মড়কের শুরু দ্বিতীয় ওভারে। প্রথম ১০ বলেই ১৮ রান তুলে ফেলা পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন তাসকিন। এরপর মেহেদী ফেরান সবশেষ দেখায় মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করা মোহাম্মদ হারিসকে। ফখর জামান একাই ঝড় তুললেও পাকিস্তানের বাকি ব্যাটারদের খাবি খাইয়েছেন টাইগার বোলাররা।  


আরও পড়ুন: ৪৬ রানে নেই পাকিস্তানের ৫ উইকেট


আইয়ুব ও হারিসের বিদায়ের পর ক্রিজে আসেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তানজিম সাকিবের ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। তবে পরের চার বলে সাকিবের সামনে রীতিমতো খাবি খেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। তার সংগ্রাম শেষ হয় সেই ওভারের শেষ বলে। র‍্যাম্প স্কুপ খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে ৯ বলে মাত্র ৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক।


পরের ওভারে বল হাতে পান মোস্তাফিজুর রহমান। আর প্রথম ওভারেই পান উইকেটের দেখা। রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন হাসান নেওয়াজকে। পাওয়ার প্লের ৬ ওভারে ৪১ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।
 

]]>
সম্পূর্ণ পড়ুন