লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ভোরে মাঠে নামছে ইন্টার মায়ামি

১ সপ্তাহে আগে
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে মাঠে নামবে ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ এ ম্যাচে ফ্লোরিডার ক্লাবটির প্রতিপক্ষ মেক্সিকোর জায়ান্ট টাইগ্রেস ইউএএনএল। এক ম্যাচ পরই আবারো মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্জেন্টাইন তারকাকে পর্যবেক্ষণে রেখেছেন কোচ মাসচেরানো। ম্যাচের আগ মুহূর্তে তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোচ। চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর ৬টায়।

ইনজুরি আর মেসি যেন নিয়মিতই একে অপরের বন্ধু হয়ে উঠছেন। ইন্টার মায়ামিতে প্রায়ই ইনজুরিতে পড়ছেন আর্জেন্টাইন এই মহাতারকা। গত দুই আগস্ট পেশীর চোটে পড়ার পর খেলতে পারেননি দুই ম্যাচ। 

 

তাকে ছাড়া ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডর কাছে হারের পর সবশেষ এল এ গ্যালাক্সি ম্যাচে ফেরেন মেসি। তার ফেরার ম্যাচ জয় রাঙায় মায়ামি। সে ম্যাচে গোল করেছিলেন জর্দি আলবা, সুয়ারেজ ও মেসি। তবে সুখের স্মৃতি স্থায়ী হয়নি সমর্থকদের। 

 

আরও পড়ুন: ‘বন্ধু’ মেসির সঙ্গেই অবসর নিতে চান সুয়ারেজ

 

লিগস কাপের কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। সংবাদমাধ্যমের খবর, লিগস কাপেও মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন এই মহাতারকাকে। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন লিও নিজেই। 

 

হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘দলের সঙ্গে নয়, আলাদাভাবে অনুশীলন করেছেন মেসি। আমি এখনই বলতে চাই না সে (মেসি) খেলবে কি খেলবে না। তবে সে ম্যাচ থেকে ছিটকে যায়নি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। ম্যাচের আগ মুহূর্তে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। কারণ তার অল্প সময়ের উপস্থিতিও সতীর্থদের জন্য বড় অণুপ্রেরণা।’ 

 

লিগস কাপে গত বছর চার আগস্ট টাইগ্রেস ইউএএনএলের কাছে ২-১ গোলে হেরেছিলো ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাবটির বিপক্ষে তিক্ত অতীত মাথায় রেখে সতর্ক থাকতেই হচ্ছে মাসচেরানোকে। এর মধ্যে যদি দলের সেরা তারকা না খেলেন তাহলে জয় পাওয়া কঠিন হবে দ্য হিরন্সের জন্য। 

 

আরও পড়ুন: বদলি হিসেবেও সুযোগ পাচ্ছেন না রদ্রিগো, অনিশ্চিত ভবিষ্যৎ

 

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর ভিসা জটিলতায় নিয়মিত অনুশীলন করতে পারেননি রদ্রিগো ডি পল। তবে সমস্যা কেটে গেছে আর্জেন্টাইন এই তারকার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। 

 

ইনজুরি থেকে ফিরেছেন অস্কার উস্তারি। কোচ হাভিয়ের মাসচেরনোর সম্ভাব্য ফরমেশন ৪-২-৩-১। সম্ভাব্য একাদশে থাকার আভাস মিলেছে উস্তারি, উইগান, লুজান, ফ্যালকন, আলবা, বুসকেটস, ডি পল, আলেন্দে, মেসি, সেগোভিয়া ও সুয়ারেজের।

]]>
সম্পূর্ণ পড়ুন