লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কবে হবে বাকি লিগগুলোর শিরোপার নিষ্পত্তি?

৩ সপ্তাহ আগে
চলতি সপ্তাহে ফরাসি লিগের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। এনিয়ে টানা চতুর্থবার লিগ শিরোপা জিতল তারা। তবে ইউরোপের সেরা পাঁচ লিগের চারটিতে এখনও শিরোপা জয়ের লড়াই চলছে। দেখে নেয়া যাক লিগ শিরোপা জয়ের দৌড়ে কোন দলগুলো এগিয়ে আছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ

চলতি মৌসুমে লিভারপুলের সঙ্গে কোনো দলই পেরে উঠছে না। এক আর্সেনাল তাদের সঙ্গে লড়াই করে গেলেও, তাদের শিরোপা জেতার সম্ভাবনা অনেক ক্ষীণ।

 A Full Breakdown of This Season's Matches  - Socios.comশিরোপার দৌড়ে লিভারপুলকে টেক্কা দিচ্ছে আর্সেনাল।


লিগে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। আর সমান ম্যাচে গানারদের পয়েন্ট ৬২। ফলে লিগ শিরোপা জিততে লিভারপুলের দরকার আর ১০ পয়েন্ট। আর যদি ওইদিকে আর্সেনাল পয়েন্ট হারায়, তাহলে আরও আগেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে অল রেডদের।

 

লা লিগা

এবারের স্প্যানিশ লিগেও শিরোপা জয়ের জন্য লড়াই করছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যদিও অ্যাতলেটিকো মাদ্রিদের সম্ভাবনাও কিছুটা রয়েছে।


স্প্যানিশ লিগে বাকি আছে ৮ ম্যাচ। ৩০ রাউন্ড শেষে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফ্লিকের দল বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালে পয়েন্ট ৬৩ এবং  অ্যাতলেটিকোর ৬০।

 When are Real Madrid playing?  Games, schedules, kick off times | DAZN News USআগামী মাসে অনুষ্ঠিত এল ক্লাসিকোতেই কি নিষ্পত্তি হবে লা লিগার শিরোপা?


বার্সেলোনার শিরোপা নিশ্চিত করতে হলে শেষ ৮ ম্যাচের ছয়টিতেই জিততে হবে। রিয়াল মাদ্রিদের শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে, যদি বার্সেলোনা তাদের ম্যাচগুলোতে পয়েন্ট হারায় আর রিয়াল তাদের বাকি থাকা ম্যাচগুলোতে পূর্ণ পয়েন্ট পায়। আর অ্যাতলেটিকোরও একই সমীকরণ। তবে অনেকেই বলছে, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকোতেই নিশ্চিত হবে এবারের লিগ শিরোপা কার হাতে উঠছে।


আরও পড়ুন: অপরাজিত থেকেই শীর্ষ পাঁচ লিগে এবারের প্রথম চ্যাম্পিয়ন পিএসজি 

 

সিরি আ 

এবারের ইতালিয়ান লিগও বেশ জমে উঠেছে। শিরোপার দৌড়ে রয়েছে ইন্টার মিলান ও নাপোলি। ৩১ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৬৮, অপরদিকে ৩০ ম্যাচে নাপোলির পয়েন্ট ৬৪।


সোমবার (৭ এপ্রিল) বোলোগনার বিপক্ষে নাপোলি জয় পেলে ইন্টারের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্টে। ফলে দুই দলই যদি তাদের শেষ ম্যাচগুলোতে জয় পায় তাহলে শেষ সপ্তাহে গিয়ে শিরোপা নির্ধারণ হবে।

Can Napoli Win Another Serie A Title?শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে নাপোলির।


দুই দলই নিজেদের বাকি থাকা সব ম্যাচে জয় পেলে শিরোপা জিতবে ইন্টার মিলান। আর যদি তারা কোনো ম্যাচে পয়েন্ট হারায়, আর নাপোলি তাদের সব ম্যাচে জয় পায় তবে শেষ সপ্তাহে শিরোপা উঠবে নাপোলির হাতে। আর নাপোলি মাঝে পয়েন্ট হারালে আর ইন্টার নিজেদের সব ম্যাচে জয় পেলে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে ইনজাঘির দল।

 

বুন্দেসলিগা 

গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করেছিল বেয়ার লেভারকুসেন। সেই লেভারকুসেন চলতি মৌসুমেও বায়ার্নকে টক্কর দিচ্ছে শিরোপা লড়াইয়ে। তবে এবার তাদের পাত্তা দিচ্ছে না জার্মানির সবচেয়ে সফল দলটি।


২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬২। আর ৪ ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা পুনরুত্থান করবে বায়ার্ন। আর লেভারকুসেনের শিরোপা জিততে হলে নিজেদের সবকটি ম্যাচে জিততে হবে, তার পাশাপাশি বায়ার্নের পয়েন্ট হারানোর প্রার্থনা করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন