লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা

৩ সপ্তাহ আগে
আবারও লালমনিরহাটের দুইটি সীমান্ত দিয়ে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে হাতীবান্ধা উপজেলার ৮৮৯ নম্বর পিলারের পাশের সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুশইনের শিকার ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

 

আরও পড়ুন: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশইন

 

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও বিএসএফ। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন সীমান্ত পয়েন্টে অবস্থান করছেন।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন