রোববার (২৮ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মাদ্রাসায় তাঁর নিজ কক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর তাঁর নিজ বাড়ি কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা আব্দুর রহিম ১৯৪১ সালের ৫ই জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আইয়ুব আলি। মাওলানা আব্দুর রহিম কুমিল্লার প্রখ্যাত মুরুব্বি মাওলানা শেখ জী (রহ.)-এর কাছে শিক্ষা জীবন শেষ করেন। শিক্ষকের হাত ধরেই ঢাকায় আসেন। লালবাগ মাদ্রাসার মুরুব্বি সদর সাহেব হুজুর (রহ.)-এর হাতে যুবক আব্দুর রহিমকে তুলে দেন।
আরও পড়ুন: সাদা চুল ও দাড়ি উঠানো নিয়ে হাদিসে যা বলা হয়েছে
মাওলানা আব্দুর রহিমের বড় ছেলে মুফতী সাঈদ আহমাদ জামিয়া রহমানিয়া আরাবিয়ার নায়েবে মুফতী হিসেবে কর্মরত আছেন। তার দ্বিতীয় ছেলে মাওলানা ফরিদ আহমাদ জামিয়া কুরআনিয়া আরাবিয়ার মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। তার তৃতীয় ছেলে মাওলানা শিব্বির আহমাদ ঢালকানগর মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হিসেবে নিয়োজিত আছে। হযরতওয়ালার চতুর্থ ও পঞ্চম ছেলে মাওলানা মোক্তার ও মাওলানা শরীফ ঢাকার সুনামধন্য দুইটি মাদরাসায় শিক্ষকতা করে চলেছেন।
বড় ছেলে জামিয়া রহমানিয়া আরাবিয়ার নায়েবে মুফতি সাঈদ আহমাদ দেশবাসীর কাছে তার পিতার মাগফিরাতের দোয়া চান।
]]>
২ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·