লালনের মানবতার ধর্ম সবার চর্চা করা উচিত: জয়া আহসান

১ সপ্তাহে আগে
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম মহাপ্রয়াণ দিবসের দিন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়ে হলো ‘লালন সন্ধ্যা’। ওই অনুষ্ঠানে অংশ নেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ‘লালন সন্ধ্যা’য় তুলে ধরা হয় লালনের গান ও দর্শন। খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় এ আয়োজনে অংশ নেন ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা, রাজনীতিবিদ, অভিনয়শিল্পী ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 

অনুষ্ঠানে লালন সাঁই প্রসঙ্গে জয়া বলেন,

উনি যেভাবে মানবতার ধর্মকে ছড়িয়ে গেছেন, এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় ওনার দর্শন নির্দিষ্ট কোনো ধর্মের না হয়ে সকল জাতির মানবতার ধর্ম। যেটির  অনুশীলন আমাদের সকলের করা উচিত।

 

জয়া আরও বলেন,

নতুন প্রজন্মের কাছে তার দর্শন ছড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের। সেটা বড় পর্দা বা সিনেমার মাধ্যমে সবাইকে জানানো সহজ। তবে উনি সংগীতের মানুষ, তাই সংগীত সাধনার মাধ্যমে তাকে চর্চা করাটা যথার্থ হবে আমাদের।

 

আরও পড়ুন: সেরা অভিনেতার পুরস্কার পেলেন শামীম জামান 

 

প্রসঙ্গত, আজ থেকে দেশে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে তিনব্যাপী লালন সাঁইয়ের ১৩৫তম মহাপ্রয়াণ দিবস। এ আয়োজনে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করা হবে।

 

আরও পড়ুন: কার কথা মনে করে ফেসবুকে ক্ষোভ ঝারলেন বাপ্পারাজ?

]]>
সম্পূর্ণ পড়ুন