স্প্যানিশ সংবাদ মাধ্যম রেভেলো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লামিনি ফাতির সঙ্গে চুক্তি সম্পন্নের পথে রিয়াল। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তাকে দলে ভেড়াতে ক্লাবটির খরচ হবে মাত্র ১ লাখ ইউরোর কাছাকাছি।
ফাতি বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব লেগানেস বি'র হয়ে। এ লেফট ফুট সেন্টার-ব্যাক রিয়ালের রিজার্ভ টিম কাস্টিলার বিপক্ষে একটি ম্যাচে নজর কেড়েছিলেন। ডিফেন্ডার হিসেবে তার প্রতিভায় মুগ্ধ রিয়াল।
আরও পড়ুন: মাঠে ফেরা নিয়ে বার্তা দিলেন নেইমার
তবে ফাতি সরাসরি সিনিয়র দলে যোগ দেবেন না। তাকে নিয়ে আসা হচ্ছে রিয়ালের ‘সি’ টিমের জন্য। তিনি খেলতে পারেন রিজার্ভ টিমেও। কাস্টিলার কয়েকজন ডিফেন্ডারকে মূল দলে নিয়ে যাওয়ায় কিছুটা শক্তি খর্ব হয়েছে দলটির। যার কারণে রিজার্ভ টিমের শক্তি বাড়াতে ফাতিকে দলে টানা হচ্ছে।
নিজেকে প্রমাণ করতে পারলে রিজার্ভ টিম থেকে তিনিও মূল দলে জায়গা করে নিতে পারেন।
]]>