২০১৮ সালে সাদা জার্সিতে অভিষেকের পরের বছরটা দারুণ কেটেছিল লাবুশেনের। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি, দুটি ইনিংস আবার দেড়শ ছাড়ানো। ২০২০ সালের প্রথম ম্যাচে পান ডাবল সেঞ্চুরির দেখা। সেই লাবুশেনের সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো নয়। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে দুটি ৭০ ঘরের ইনিংস খেললেও সবশেষ ১৩ টেস্টে তার গড় মাত্র ২৬.৭১।
এমন ফর্মের পর যে কারো সমালোচনা হওয়া স্বাভাবিক। তিনি যদি অস্ট্রেলিয়ান হন, তাহলে তো কথাই নেই। লাবুশেনকে নিয়েও সমালোচনা হচ্ছে। তাকে দল থেকে বাদ দেওয়ার আলাপ-সালাপও একটা-দুইটা উঠছে। কিন্তু লাবুশেন পাচ্ছেন কোচের সমর্থন।
আরও পড়ুন: নতুন অধিনায়ক গিলকে যে পরামর্শ দিলেন সৌরভ
সমর্থন দিয়ে লাবুশেনের গড়ের কথা উল্লেখ করেছেন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘সে আমাদের দলের ভবিষ্যতের বড় অংশ। টেস্টে যে ৪৫ বা ৪৬ গড়ে ব্যাট করে, এই বয়সে সেটা গুরুত্বপূর্ণ। আমাদের দলে বয়স্ক প্লেয়ার আছে, যারা শেষের দিকে এগোচ্ছে। কিছু তরুণ প্লেয়ারও আসছে। তাই দলে ৬০ বা এরকম টেস্ট খেলা কারো থাকা উচিত।’
লাবুশেনের ফর্ম যে ভালো যাচ্ছে না, ম্যাকডোনাল্ড সেটা স্বীকারও করেছেন। তিনি বলেন, ‘সে নিজেও হয়তো হতাশ। বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে। মেলবোর্নে কিন্তু দুইটা ৭০ করেছিল...। যখন দুইটা শতক করে ফেলবে, তখন এই আলোচনা বদলে যাবে। আমরা আত্মবিশ্বাসী যে সেরা ফর্মে ফিরে আসবে। সে কারণে আমরা তাকে দলে রাখছি।’